আজ মঙ্গলবার (১২ মার্চ) শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। কর্মব্যস্ত মানুষ অফিস শেষে যেখানে ছুটে চলেছেন আপনজনের সাথে ইফতার করতে সেখানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে ঘরে পৌঁছতে অফিস শেষে নেমে পড়েন রাস্তায়। সেখানেই ইফতার করলেন তিনি।
আজ প্রথম রোজায় ডিএমপি কমিশনার ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কমিশনার তেজগাঁও থানার আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।
ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘কর্মব্যস্ত নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সাথে যাতে ইফতার করতে পারেন তার জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।’
তিনি বলেন, ‘সোনারগাঁও ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান।